জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি – মাসুদুজ্জামান

77

জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট থেকে শুরু করে ১নং রেলগেট, ঐতিহ্যবাহী বোসকেবিন, টানবাজার ও মিনাবাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে  তিনি এসব কথা কলেন।

তিনি আরও বলেন, জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি। জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। জাতীয়তাবাদী দলের জাগরণ হয়েছে। আশা করি নির্বাচনে, নারায়ণগঞ্জ সদর ও বন্দরের জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে।

গণসংযোগকালে নগরীর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত লোকজন, পথচারী ও জনসাধারণের সাথে কথা বলেন মাসুদুজ্জামান। তারা স্বতস্ফুর্তভাবে মাসুদুজ্জামানের পাশে থাকার কথা বলেন। রাস্তার দুইপাশের বিভিন্ন শপিংমল ও বহুতল ভবন থেকে সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান মাসুদুজ্জামানকে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন সহ প্রমূখ।