পাইকপাড়া বড় কবরস্থানের পাশেই ময়লার স্তুপ, দেখার কেউ নেই

221

পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না। মুসলমানদের জন্য কবরস্থান অন্যতম একটি পবিত্র স্থান। কোনো কবরস্থানে গেলে বা এর পাশ দিয়ে হেঁটে গেলে মানুষের মৃত্যুর কথা মনে পড়ে। মানুষের মন নরম হয়। নিজের মৃত্যু দিনের কথা কল্পনায় চলে আসে। অথচ সেই কবরস্থানের পাইশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় অবস্থিত বড় কবরস্থান ।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় অবস্থিত বড় কবরস্থানের পাশেই ময়লা ফেলা হচ্ছে। সেখান দিয়ে ময়লার দুর্গন্ধে যাওয়া যায় না। কবরস্থানের পবিত্রতা নষ্ট করা হচ্ছে।
খোজ নিয়ে জানা গেছে, ওই কবরস্থানটি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ধারা পরিচালিত হয়। কবরস্থানের পবিত্রতা রক্ষা করার কোনো ধরনের সাইনবোর্ড নেই কবরস্থানের দেয়ালে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, কবরস্থানের আশেপাশে বসবাসকারী মানুষজন অপ্রয়োজনে অকারণে কবরস্থানের যেখানে ময়লা ফেলা নিষেধ সেখানেই ময়লা ফেলে যাচ্ছেন।
যারা ওই কবরস্থানের পবিত্রতা ও পরিবেশ দূষণ করছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরাধ জানিয়েছেন এলাকার সচেতন সকল নাগরিক।