স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গনতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : গিয়াসউদ্দিন

188

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৯৭১ সালে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি, পাক হানাদার বাহিনী ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাংঙালীদের উপর হামলা করে। সমগ্র জাতি সেই দিন দিশে হারা ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ সেই দিন একেবারে দিশেহারা, সেই সময় জাতিকে পথ দেখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মঙ্গলবার ( ৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছেন, আর সেই ঘোষনা পরে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি। তিনি শুধু মুক্তিযুদ্ধের আহ্বান জানান নাই, স্বাধীনাতার ঘোষনা দিয়ে নেতৃত্ব নিয়ে বসে থাকেন নাই, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন।
সেক্টরকমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি বীরত্বে পরিচয় দিয়েছেন, যা আজকে আমাদের জাতির জন্য অনেক গৌরভের।
স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গনতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশের কল্যাণে, উন্নয়নে নতুন এক আদর্শের বীজবোপন করেছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠারে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।