গুলশান অফিসে ডাকেনি, ডাকা হয়নি তারেক রহমানের নির্দেমনা অনুষ্ঠানেও...

বিএনপির কেন্দ্রে পাত্তা পাচ্ছেন না প্রাইম বাবুল

172

আনোয়ার হোসেন :

বিএনপির কেন্দ্রে পাত্তা পাচ্ছেন না প্রাইম বাবুল। এরই মাঝে সম্প্রতি দলটির মনোনয়ন প্রত্যাশীদের দুইবার কেন্দ্রে ডাকা হয়েছে। দলের গুলশান অফিসে কয়েকদিন আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ন্থাযী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ ডেকেছিলেন নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের। কিন্তু সেখানে অপর শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, এডভোকেট আবু আল ইউনুফ খান টিপু এবং এডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা ডাক পেলেও বাবুলকে ডাকা হয়নি। এছাড়া সর্বশেষ তারেক রহমান তাদেরকে ডেকে নিলেও এখানেও ডাক পাননি প্রাইম বাবুল। এতে অনেক কিছুই পরিস্কার হয়ে গেছে। মহানগর বিএনপির একজন নেতা জানিয়েছেন আসলে বাবুল বাতাশের উপর ভেসে বেড়াচ্ছেন। বিএনপিতে তার কোনো অবস্থানই নেই। এতে নারায়ণগঞ্জের সচেতন মহলও যা বুঝার বুঝে নিয়েছেন। আসলে তিনি মাঠে নেমেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামানকে বিব্রত করার জন্য। কিন্তু এরই মাঝে তিনি ধরাে খেয়ে গেছেন। দল তাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না বলে পরিস্কার প্রতিয়মান হয়েছে বলে নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করেন। তাই তাকে নিয়ে একটি বিশেষ মহলের উৎ’সাহে ভাটা পরেছে বলেও প্রতিযমান হচ্ছে।