নরসিংপুরে মসজিদ দখল ও নাম পরিবর্তনের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

39

 

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর আদর্শনগরের জান্নাতুল বাকি জামে মসজিদ দখল এবং এলাকার নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন মসজিদ কমিটির সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সাইদুর রহমান বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তার এবং মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত জান্নাতুল বাকি জামে মসজিদটি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী, খুনি ও সন্ত্রাসীরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এমনকি মসজিদের দাতা ও মোতায়াল্লি হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে নাজেহাল করা হয়েছে। ২০২০ সালে আওয়ামী লীগ ঘরানার লোকজন মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তবে গত বছর থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ তলা ফাউন্ডেশনের পরিকল্পনায় মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।

সাইদুর রহমান আরও জানান, গত ১৫-২০ দিন আগে আলমগীর, শহিদ, মনির, ইশহাকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী মসজিদে হামলা চালিয়ে নির্মাণাধীন অংশ ভাঙচুর করে, সাইনবোর্ড উপড়ে ফেলে এবং মুসল্লি বিল্লাল হোসেনকে মারধর করে। তার দাবি, সন্ত্রাসীদের উদ্দেশ্য হলো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।

অভিযোগে আরও বলা হয়, এই মহল এলাকার নাম পরিবর্তন করে ‘পশ্চিম চর-কাশীপুর’ করার চেষ্টা করছে। তারা জোরপূর্বক দোকান ও বাড়িঘরে নতুন নামের সাইনবোর্ড টাঙাচ্ছে। সাইদুর রহমান উল্লেখ করেন, ১৯০৫ সালের সি.এস রেকর্ড থেকে শুরু করে এস.এ ও আর.এস রেকর্ডসহ সকল ভূমি নথিতে ‘নরসিংপুর’ নামই উল্লেখ আছে। তাই স্থানীয়দের পৈত্রিক ভিটেমাটি ও ঐতিহ্য রক্ষায় নরসিংপুর নাম বহাল রাখা জরুরি।

সাইদুর রহমান বলেন, নরসিংপুর ও চর-কাশীপুরবাসী বহু বছর ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বসবাস করছে। তিনি চান না এই সম্পর্ক বিনষ্ট হোক। তবে পূর্বপুরুষদের ভিটেমাটি এবং এলাকার নাম পরিবর্তনের অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নরসিংপুরের নাম, অস্তিত্ব ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জান্নাতুল বাগি জামে মসজিদের সভাপতি সাইদুর রহমান, জান্নাতুল বাগি জামে মসজিদের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী এবং জান্নাতুল বাগি জামে মসজিদের সদস্য সিদ্দিকুর রহমান।