জুলাই আগস্টের শহীদদের স্মরণে মহানগর বিএনপি’র নেতা মন্টির দোয়া 

48

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৫আগস্ট ) বাদ আছর দেওভোগ বড় জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জুলাইয়ে শহীদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন  দোয়ায় আরো বলা হয়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায়,নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন, দেওভোগ বড় জামে মসজিদের ঈমাম ও খতিব  মাওলানা আব্দুল বারী। এসময় মরহুম মোস্তাফিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে, এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, আমিনুল ইসলাম মিঠু,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সেন্টু, মো:আবুল কালাম আজাদ,মো:জে বি এন সালাউদ্দিন, ফরিদ হোসেন,মো: জনি, আনিসুর রহমান, জহির উদ্দিন, পারভেজ, মোতালেব হোসেন ,কামাল হোসেন,কবির খাঁ, মাহবুব আলম সুমন, মোঃ রুবেল, মোঃ সোহেল,,মোঃজাহাঙ্গীর, মোঃরিরন  প্রমুখ।