পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আল-আমীন চিশতি ও তার পরিবার।
শনিবার (২৪ মে) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন আল-আমীন চিশতি জানান, ফতুল্লা কাঠেরপুল এলাকার বাসীন্দা আক্তার সুমন আমার চাচতো ভাই হয়। পৈত্রিক সূত্রে আমাদের তিনটি পরিবারের সকলেই ১১০ শতাংশ জমির মালিকানা পেয়েছি। আমরা তাদের সাথে একই বাড়িতে বসবাস করি কিন্তু তারা আমাদের রক্তের আত্নীয় হওয়া সত্ত্বেও তারা জোর করে সেই সম্পত্তি ভোগদখল করছে। তারা বিভিন্ন সময় আমাকে মানসিকভাবে অত্যাচার করতো। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৬ মাস আমি ঢাকায় মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
২০২২ সালে আমাকে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ৪০ শতাংশ জায়গা লিখে নিয়েছে। বাকী জমিগুলে পাওয়ার নামা নিয়ে জমি দখল করে রেখেছে। আমরা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছি যে প্রতিনিয়ত আমাদেরকে তাদের অত্যাচারের মুখোমুখি হতে হয়। তার স্ত্রী প্রতিদিন আমাদেরকে নানা ভাবে অপমান অপদস্ত করে থাকে। এমনকি আমাদের খাবারও তারা ঠিকমত দেয় না। ২০২৪ সালের পূর্বে তারা ছিলো নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর। ঐ সময় অনেকের কাছে এ বিষয়ে মিমাংসার জন্যে গিয়েছি কিন্তু কেউ কোন সুরাহা করতে পারেনি। কারন সাধারন মানুষের কাছে তারা ছিলো আতংক। তাদের ভয়ে কেউ কিছু করতে বা বালতে সাহস পেতনা। কিন্তু এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে।
তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আক্তার সুমনের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আইনিভাবে পাইয়ে দিতে সহযোগিতা করুন।
এসময় সুমনের স্ত্রী রুমা ও মেয়ে নুসরাত জাহান তিনী উপস্থিত ছিলেন।




