বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ২নং রেল গেইট সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল আলম রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নাসির উদ্দিন পিন্টু ছিলেন একজন কর্মী বান্ধব নেতা। যিনি ছিলেন একজন কর্মী বানানোর কারখানা। তিনি ছিলেন জিয়া পরিবারের খুবই কাছের মানুষ। কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকান্ডের বিচার দাবী করছি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এড. সরকার হুমায়ুন কবীর, মহানগর বিএনপির নেতা সুজন, মৎসজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুল করীম, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মল্লিক, কামাল, রিয়াজ উদ্দিন, সলিমুল্লাহ করিম সেলিম, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।




