জাকির খানের মামলা খালাসে সনেট সোহান ও বাবুর আনন্দ মিছিল।

111

 

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামিকে বেকসুর খালাস হওয়ায় শত শত নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এনামুল হক সোহান,ও সদর থানা জাসাস যুগ্ম সম্পাদক আবু সাহেল আহাম্মেদ সনেট ও সদর থানা জাসাস ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ইসলাম বাবু,(০৭ জানুয়ারী) সকালে অর্ধশত নেতা কর্মী নিয়ে আদালত প্রাঙ্গণ উপস্থিত হন।

তারা জানান, জাকির খান সাহেব এ মিথ্যা মামলার ষড়যন্ত্রের বলি হয়ে আমাদের কাছ থেকে ২২ বছর দূরে ছিল। ফ্যাসিস্ট সরকারের এজেন্ট আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছিলেন। আল্লাহ তায়ালার রহমতে ও নারায়ণগঞ্জ বাসীর দোয়াতে ষড়যন্ত্র মিথ্যা মামলায় খালাস পেয়েছেন তিনি৷ আমাদের নেতা, তারা আরো বলেন, নারায়ণগঞ্জ মানুষের মুক্তির কান্ডারী, জনদরদি প্রাণপ্রিয় কর্মীবান্ধব নেতা জাকির খান, সব সময় বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষকে বপদ আপদে সহযোগিতা করে আসছিলেন এবং বিএনপি প্রতিটি সভা সমাবেশে বিভিন্ন জনবল দিয়ে সভা,সমাবেশ সফল করে তুলছিলেন।

তাই আমরা নারায়ণগঞ্জ বাঁশির কাছে আমাদের নেতা জাকির খানের জন্য দোয়া ও কামনা চাচ্ছি।