প্রতিষ্ঠা বার্ষিকীতে জুম্মনের নেতৃত্বে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী

323

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান ইসলাম ইমনের নেতৃত্বে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ( ১ জানুয়ারী ) বিকালে মাসদাইর বেকারীর মোড় থেকে মিছিল নিয়ে চাষাড়া কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলনের আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে যোগ দিয়ে চাষাড়া এসে মিছিল শেষ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালী কে সফল ও সার্থক করার লক্ষ্যে দুপুর থেকেই এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে র‌্যালীতে অংশগ্রহণ করেন।