পুলিশ প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম সাংবাদিক নেতাদের

183

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা বিস্ফোরণকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য নারায়ণগঞ্জ পুলিশকে ৭দিনের আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তা নাহলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তারা।

বোমা বিস্ফোরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিমান ভট্টাচার্য, সাবেক সভাপতি হালিম আজাদ, এড. মাহাবুবুর রহমান মাসুম, আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য ও বিটিভি’র জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, ইউসুফ আলী এটম, প্রেস নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ফখরুল ইসলাম, নারায়ণগঞ্জ টুডে অনলাইন পোর্টালের সম্পাদক সীমান্ত প্রধান প্রমুখ।

সাংবাদিক নেতা আবু সাউদ মাসুদ বলেন, আমরা এখন রাস্তায় নেমেছি। যদি আপনি সনাক্ত করতে ব্যর্থ হন, তাহলে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সুপার হিসাবে আপনার প্রত্যাহার দাবি করছি। আপনি (পুলিশ প্রশাসন) যদি ব্যর্থ হন, দয়া করে আল্লাহর ওয়াস্তে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যান। আমরা দুর্বৃত্তায়নের শহরে বসবাস করতে চাই না। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। দু/চারটা সন্ত্রাসীর কাছে আপনারা মাথা নত করবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো তা কিন্তু হবে না।

তিনি আরও বলেন, অপরাধী ও তাদের পিছনের কুশীলবরা যতোই শক্তিশালী হোক না কেন এক চুলও ছাড় না দেয়ার হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের মিডিয়া যখন জেগে গেছে তখন আপনারা আর পার পাবেন না। যেখানে দুর্ণীতিকারী, দুষ্কৃতিকারীদের সাথে পুলিশের সখ্যতা সেইসব বিষয় নিয়ে আমরা লিখবো ইনশ্আাল্লাহ। এই বোমা বিস্ফোরণকারীরা যতো বড় শক্তিশালীই হোক, তাদের পিছনে যতো বড়ো শক্তিই থাকুক না কেন, আমরা এক চুলও ছাড় দিবো না, এক চুলও ভয় পাবো না। যখন সাংবাদিকতা পেশায় এসেছি, নিজের জীবনকে মৃত্যুর মুখে রেখেই এই পেশায় এসেছি। আপনারা ভাববেন না ভয় দেখাবেন আর আমরা ভীতু হয়ে চলে যাবো। আমরা নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়েই আপনাদের দাত ভাঙ্গা জবাব দিবো ইনশ্আাল্লাহ।

এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, কি অন্যায় করেছি যে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়? সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে এটাই কি আমাদের অন্যায়? এই সমস্ত বোমা হামলা করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আমাদের কণ্ঠ আরো জোরালো হয়েছে। যতোটা বিকট শব্দে এই বোমা বিস্ফোরিত হয়েছে, ঠিক ততোটা জোরালোভাবেই সন্ত্রাসীদের প্রতিবাদ করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ হবেন না, প্রশ্নবিদ্ধ হলে আপনাদের প্রতি আমাদের আস্থা আর থাকবে না। আস্থা না থাকলে আপনারা যে সঠিক বিচার করছেন না এবিষয়ে আমরা অনেক দুর যাবো। আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিত দিচ্ছি।

সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, এ ধরনের সমাবেশ করার কোনো পরিকল্পনা আমাদের ছিলো না। কিন্তু সন্ত্রাসীরা আজ আমাদের বাধ্য করেছে এ সমাবেশ করতে। সন্ত্রাসীরা এতোই শক্তিশালী যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তিন বারের সভাপতি, সিনিয়র আইনজীবী মাসুম ভাইয়ের বাড়িতে প্রকাশ্যে বোমা বিস্ফোরণ করলো। কার সাহসে, কার প্ররোচনায় এ বোমা হামলা তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। কারা এই হামলাকারীকে গ্রেফতারে বাধা দিচ্ছে তাদেরসহ সকল কিছু পরিস্কার করতে হবে।

সাবেক সভাপতি আরিফ আলম দিপু বলেন, ঘটনার এতোদিন হয়ে গেলেও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কেনো, কিসের ভয়ে অপরাধীদের ধরছে না, গ্রেফতার করছে না তা আমরা জানতে চাই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ বলেন, এই শহরকে দুর্বৃত্তায়নের শহর হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছে পুলিশ প্রশাসন। যদি তা নাই হয়, তাহলে কেন সেই বোমাবাজকে গ্রেফতার করছে না পুলিশ? এ বোমাবাজকে গ্রেফতারে এতো অনীহা কেন? কার ছত্রছায়ায় এ বোমা হামলাকারী? অবিলম্বে তাকে গ্রেফতার করুন। যদি না পারেন তাহলে দায়িত্ব থেকে সড়ে দাড়ান, যারা দায়িত্ব পালন করতে পারবে তারাই নারায়ণগঞ্জে ফিরে আসবে।

খন্দকার শাহ্আলম বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সন্ত্রাস-মাদক-অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর মাহাবুবুর রহমান মাসুম ভাইয়ের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে একটি মেরুদন্ডহীন পুলিশ প্রশাসন। আজকে এতোদিন হয়ে গেলো, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। কেন এতো বিলম্ব গ্রেফতার করা হচ্ছে, কার ইশারায়, কার ইঙ্গিতে, কার ভয়ে পুলিশ প্রশাসন আতঙ্কিত। এই পুলিশ দিয়ে জনগন কি করবে, নারায়ণগঞ্জবাসীর কি উপকারে আসবে, কি কাজে লাগবে এই পুলিশ প্রশাসন?

পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ ছাড়তে বাধ্য করার হুমকি দিয়ে খন্দকার শাহ্আলম বলেন, নারায়ণগঞ্জে আসবেন ২/১ বছরের জন্য। কোটি কোটি টাকা বানিয়ে রাজধানীতের বিশাল অট্টালিকা বানাবেন আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য আর আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দিয়ে যাবেন, এটাই কি পুলিশ প্রশাসনের নীতি? ধিক্কার জানাই। আগামী ৭ দিনের মধ্যে মাহাবুবুর রহমান মাসুম ভাইয়ের বাড়িতে বোমা হামলাকারীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচী এবং আন্দোলনের ডাক দেয়া হবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে। এবং এই নারায়ণগঞ্জের ব্যর্থ পুলিশ প্রশাসন ও ব্যর্থ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ থেকে চলে যেতে বাধ্য করা হবে ইনশ্আাল্লাহ। এই শহরে আমরা তাকে থাকতে দিবো না।