মামুন মাহমুদের সমাবেশে মুজিবুরের তাক লাগানো বিশাল মিছিল।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে আওয়ামীলীগ ও তার দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য ও হানাহানির প্রতিবাদে বিশাল শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সাবেক ফতুল্লা থানা বিএনপির নেতা মুজিবুরের নেতৃত্বে সেলিম শহীদ রফিক সজল খোকন জালাল সহ নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সাবেক মুজিবুর রহমানের নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিকৃত বড় বড় ফেস্টুন – ব্যানারে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো নারায়ণগঞ্জ শহর।
র্যালিটি ফতুল্লা থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে শান্তি সমাবেশ স্থলে এসে যোগদেন। এর পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদের তাদের হাতেতালি দিয়ে স্বাগত জানিয়ে বরন করেন। সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগদান করলে সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।




