গ্যাস না দিলে তিতাস কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারী

54
গ্যাস না দিলে তিতাস কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারী

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের সংকট বেড়েই চলেছে। তীব্র গ্যাস সংকট থেকে মুক্তি পেতে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি। শনিবার (০৮ জুন) ফতুল্লার কুতুবপুরে পাগলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী সাত দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধান না করা হলে নারায়ণগঞ্জের আঞ্চলিক তিতাস কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারী দেয় এলাকাবাসী।

কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক নুরুল হক জমাদ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন ফতুল্লা থানা নাগরিক উন্নয়ন কমিটির কার্যকরী সভাপতি হাজী মো. শহীদুল্লাহ, কুতুবপুর নাগরিক ফোরাম এর সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন মিন্টু, ব্যবসায়ী মো. জাহের মোল্লা, সুলতান বাহার, নাসির উদ্দিন প্রধান, এড. হিরু, মহসিন মিয়া, মো. আলী, ডা. মাসুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গত তিন মাস ধরে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে না। প্রতি মাসে বিল দেয়ার পরও কেন আমরা গ্যাস পাবো না। আগে সারাদিন গ্যাস থাকতো না, তবে মধ্যরাতে নিভু নিভু গ্যাসে রান্নার কাজ শেষ করতে হতো। সেই অবস্থাও এখন, এখন দিনরাত কখনোই গ্যাস থাকে না। মিল কারখানাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।