আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩-আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সার হাসনাতকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং মিছিলে যোগদান করেন শামসুন্নাহার সুমি ও তার দল ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ছিল আওয়ামী লীগের নির্ধারিত বিজয় মিছিল। তবে সোনারগাঁ উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বিজয় মিছিল রূপ নিয়েছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের নির্বাচনী প্রচারণায়। দুপুর ১২টায় বিশাল গাড়িবহর নিয়ে কাঁচপুর থেকে মোগড়াপাড়ায় আসেন তিনি। ভক্ত-অনুরাগী আর দলীয় কর্মীদের ভিড়। দেখার সাথে সাথে পুরো এলাকা প্রকম্পিত হতে থাকে ‘নৌকা নৌকা’ স্লোগানে।
এতে উপস্থিত ছিলেন, ইয়াসমিন আক্তার, সালমা আক্তার, সেলিনা আক্তার, নাসিমা আক্তার, রোকেয়া বেগম সহ আরও অনেক নেতৃবৃন্দ।
১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সারকে নৌকা বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হক। এই আসনে কায়সার হাসনাত সহ ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।




