৩ লাখ ২৬ হাজার ৩৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে জেলা স্বাস্থ্য বিভাগ

20

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

দেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতিবছরের ন্যায় এবারও আগামীকাল ১২ ডিসেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ১০৫৬ টি টিকাদান কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী ৩ লাখ ২৬ হাজার ৩৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. মশিউর রহমান। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সের ৪০ হাজার ১৪৩ শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৮৬ হাজার ২১৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ প্রধান বলেন, বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতি বছরের ন্যায় এবারও আগামীকাল ১২ ডিসেম্বর সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে দেশব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের (এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের (দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন চলাকালীন সময়ে জনসাধারনের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি বার্তা প্রচার করা হবে। ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একভূত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে বলেও জানান তিনি।

জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার, ভিক্টোরিয়া হাসপাতালের এমটি (ইপিআই) অলক রহমান, মো. আনোয়ার হোসেন, শওকত জামানসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।