জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার শিবলী কায়েস মীর

158

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শিবলী কায়েস মীর।

শনিবার (২৫ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এসআই শিবলী কায়েস মীর বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি আন্তরিকতা বাড়ে এবং নিজেকে গৌরবান্বিত মনে হয়। আমার ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার কারণে আমি সফল ভাবে কাজ করতে সক্ষম হতে পেরেছি এবং জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছি। এ সম্মাননা আমার জন্য অনেক সাফল্যের এবং গৌরবের। আগামী দিনে আরো ভালো কাজ করার প্রস্তুতি নিচ্ছি। ভালো ভাবে সম্মানের সাথে কাজ করে যেতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আমির খসরু, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাইলাউ মারমা প্রমুখ।