হঠাৎ তৈমুর ও মুকুলের অনুসারীদের আইভী বিরোধী তৎপরতা!

80

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল কেনো হঠাৎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে তাদের অনুসারীদের মাঠে নামালেন এটা বুঝতে পারছেন না অনেকেই। গত শনিবার বন্দরে মাত্র ৩০/৩৫ জনের একটি গ্রুপ মেয়রের বিরুদ্ধে যে মানববন্ধন করলো, তারা সকলেই তৈমুর আলম খন্দকার এবং মুকুলের লোক বলে জানা গেছে। তারা বিএনপির রাজনীতির সাথেও জড়িত। বিষয়টি যারা লক্ষ্য করেছেন তাদের অনেকের অভিমত হলো এই মুহুর্তে বিএনপি যখন আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলনের ব্যাস্ত তখন তৈমুর আর মুকুলের অনুসারীরা কেনো মেয়র আইভীর বিরুদ্ধে মাঠে নামলেন?

তারা কারো ইশারায় মাঠে নেমেছেন কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে এডভোকেট তৈমুর আলম খন্দকার বিগত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র আইভীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বড় ব্যাবধানে হেরেছেন। তাই আইভীকে বিব্রত করার একটি চেষ্টা তার থাকতে পারে বলেও অনেকে মনে করেন। আর আতাউর রহমান মুকুল নিজেই নিজেকে বিভিন্ন সময় বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের লোক পরিচয় দিয়েছেন। তাই তিনিও কেনো তার লোকদের মাঠে নামালেন সেটা কেউ অনেকেই আচ করতে পারছেন। তবে এ যাবৎ মেয়র আইভীর বিরুদ্ধে কোনো অপতৎপরতাই সফল হয়নি বলে মনে করেন মেয়রের অনুসারীরা।