পুলিশ ও প্রশাসনের ভাইয়েরা কারো প্রতিপক্ষ হবেন না - জয়নুল আবেদীন ফারুক...

বৃষ্টির মাঝেই বিএনপির পতাকা মিছিলে নেতাকর্মীদের ঢল

173
মহানগর বিএনপির কালো পতাকা মিছিল

পুলিশ ও প্রশাসনের লোকদের প্রতিপক্ষ হতে নিষেধ করলেন জয়নুল আবেদীন ফারুক

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের ১৮তম কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কালো পতাকা গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল শনিবার (২৬ আগস্ট) চাষাড়া প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর কালিরবাজার, উকিলপাড়া মোড় হয়ে ২নং রেল গেইট এলাকায় গিয়ে শেষ হয় পতাকা মিছিলটি।

বৃষ্টির মাঝেও মহানগর বিএনপির কালো পতাকা মিছিল

এদিন দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য চলাকালে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা কর্মসূচির স্থলে অবস্থান করছিলেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বৃষ্টি উপেক্ষা করেই পতাকা মিছিল করে মহানগর বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদীন ফারুক

পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় নেতাকর্মী ভাইয়েরা এই নারায়ণগঞ্জে আমার মুক্তিযুদ্ধের সুচনা। এই আশা সিনেমা হল (টানবাজারের আশা হল) থেকে। আমার বন্ধু মনির আজ নেই বেঁচে, বাশার আমার নিজের হাতের উপর খুন হয়েছে। আমি এখন স্লোগান দিবো, আপনারা আমার সাথে স্লোগানে দিবেন। এই স্লোগান যেন মুখরিত হয়, এড. সাখাওয়াত-টিপুসহ অন্যান্য নেতাদের সাহস যোগাবেন। গ্রেফতার হতেই থাকেন, হতেই থাকেন। জেলখানার তালা খুলে দেয়া হবে ইনশ্আাল্লাহ।

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদীন ফারুক

পুলিশের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা কারো প্রতিপক্ষ হবেন না। বাংলাদেশের কষ্টার্জিত মানুষের ট্যাক্সের টাকায় আপনার বেতন। সুতরাং কারো প্রতিপক্ষ হয়ে কোনো লাভ নাই।

কর্মসূচীর সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও মিছিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, যুগ্ম আহবায়ক সাগর প্রধান, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা প্রমুখ।