নগরীতে ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল

97

 

ঊর্ধ্বগতি তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিষদের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

শুক্রবার (১৭ মার্চ) বাদ জুম্মা নগরীর বিবি রোডস্থ ডিআইটি জামে সমজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাড়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্যে বলেন, আগামী ২০ রমজানের মধ্যে অবশ্যই কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সেদিকে সরকারের কোন দৃষ্টি নেই। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম না কমালে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতি ঈদের মতো এবারও শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কারখানার মালিকদের অনেকে ধরনের টালবাহানা শুরু করেছেন। হাজিরা বোনাস, উৎপাদন বোনাস ঈদের পরে দেওয়ার জন্য নানা ধরনের জটিলতা তৈরি করছেন। তাই বলতে চাই আগামী ২০ রোজার মধ্যে সব পোশাক কারখানায় ঈদ বোনাস ও বেতন-ভাতাসহ ন্যায্য পাওনা পরিশোধ করতে কেউ গড়িমসি করলে শ্রমিকেরা তা মেনে নেবেন না।

ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব এর সভাপতিএত্ব উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাজী ফারুক হাওলাদার, মোঃ সেলিম হাসান সহ প্রমূখ।