১০ দফা দা‌বি‌‌তে মাহফুজুর রহমান হুমায়ন,নেতৃ‌ত্বে মানববন্ধন

217

 

১০ দফা দা‌বি‌ আদা‌য়ের ল‌ক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএন‌পির, কর্মসূচীর অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১১মার্চ) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হি‌সে‌বে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সামনে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধন, শে‌ষে মাহফুজুর রহমান হুমায়ন,বলেন ,এ‌দে‌শে কোন কিছুর দাম এখন আর হা‌তের নাগা‌লে নাই। বাসায় বাসায় গ্যাস নাই কিন্তু লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে গ্যা‌সের দাম বাড়ছে,‌ বিদ্যুতের দাম একমা‌সে দু”বার বা‌ড়িয়ে দেওয়া হ‌য়ে‌ছে

তিনি আরো বলেন , দেশের আজ বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে। বিএনপির এই নেতা আরো বলেন, এদেশে আর রাতের বেলার ভোট হবে না, যারা স্বপ্ন দেখছেন অবৈধ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকবো, সেই স্বপ্ন দেশে মানুষ হতে দেবে না
তাই সকলে বিএন‌পির ডা‌কে আ‌ন্দোলন সংগ্র‌ামে আপনারা ঐক্যবদ্ধ হ‌য়ে উপ‌স্থিত থাক‌বেন ।