দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিশাল মিছিল

175
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিশাল মিছিল

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশাল মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি। দেশে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষনা করেছে কেন্দ্রীয় বিএনপি।

গতকাল সকাল ১১ টায় ফতুল্লার ডিআইটি মাঠ এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহনকারীরা জানিয়েছেন, বহুদিন পরে ফতুল্লায় বিএনপি এমন বিশাল একটি মিছিল করলো। লক্ষ করা গেছে গতকাল সকাল নয়টা থেকেই ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলের পর মিছিল আসতে থাকে। এক পর্যায়ে সকাল ১১ টার আগেই লোকে লোকারন্য হয়ে যায় গোটা ডিআইটি মাঠ এলাকা। পরে মিছিল শুরু হলে ডিআইটি মাঠ থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত জনতার বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।

এদিকে মিছিলে নেতৃত্ব দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জেলা বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন, বিএনপি নেতা হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী সুমন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মঈনুল হোসেন রতন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা হাসান আলী, বিএনপি নেতা মতিউর ফকির, আলী হোসেন, জাকির হোসেন প্রমুখ।

জানা গেছে, গতকালের এই মিছিলে ফতুল্লার সাধারন মানুষও অংশগ্রহন করেন। এছাড়া গত চৌদ্দ বছর ধরে বিএনপির যে সকল নেতাকর্মী নিস্ক্রীয় ছিলেন তারাও মাঠে নামেন। ফলে দশ হাজারের বেশি মানুষ এই মিছিলে অংশগ্রহন করেন বলে জানা গেছে।

মিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীদের মতে, দেশে যে সরকার আছে এই সরকার জনগনের সরকার নয়। জনগন ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসায় নাই। তাই দেশের জনগনের প্রতি এই সরকারের কোনো দরদও নাই। এই সরকার বছরের পর বছর ধরে রাস্ট্র ক্ষমতায় বসে উন্নয়নের নামে লুটপাটের রামরাজত্ব কায়েম করেছে। মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে লুটপাট চালিয়েছে। এ সরকারের লোকেরা লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তারা বলেন, বিগত চৌদ্দ বছরে তারা দেশকে একেবারে শুন্য করে ছেড়েছে। যার করুন পরিনতি এখন জাতিকে ভোগ করতে হচ্ছে। বিএনপির আমলে যে চালের দাম ছিলো বিশ টাকা সেই চাল এখন সত্তর টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। মাছ, মাংস, তেল, নুন সহ সকল প্রকারের নিত্যপন্যের মূল্য বিএনপির শাসনামল থেকে অন্তত চার/পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাধারন মানুষের আয় তেমন বাড়েনি। ফলে ঘরে ঘরে মানুষ এখন না খেয়ে থাকছে। সারা দেশে হাহাকার বিরাজ করছে। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই।

তারা আরো বলেন, আগামী বছর দেশে একটি সাধারন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের এই নির্বাচনেও সরকার কারচুপি করার নকশা প্রস্তুত করেছে। কিন্তু এবার আর সেটা হতে দেয়া হবে না। সরকার এরই মাঝে দেশকে দেউলিয়া করে ফেলেছে। তাই এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।