আগস্টের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবকলীগের নানা কর্মসূচী পালন

119
আগস্টের প্রথম প্রহরে জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগের আলোর মিছিল

নারায়ণগঞ্জ সমাচার:

বাঙ্গালী জাতির কলঙ্কের মাস শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

সোমবার রাত ১২টা ১ মিনিটে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা-মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। একইসাথে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাসব্যাপী নানা কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা মোমবাতি হাতে আলোর মিছিল করেন। পরে মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক মিনিট নিরবতা পালন করেন। সবশেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দরা বলেন, এ মাসে কলঙ্কজনক এক অধ্যায়ের সৃষ্টি হয়েছিলো। ৭৫’এর ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। তবে খুনীরা বুঝতে পারেনি যে, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরও বেশী শক্তিশালী হবে। তাই তো বলা হয়, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে।

এছাড়া ১৫ই আগস্টের যে সকল খুনীরা দেশের বাহিরে পলাতক আছে তাদেরকে দেশের মাটিতে এনে বিচারের দাবি জানান নেতৃবৃন্দরা। একইসাথে মাসব্যাপী নানা কর্মসূচী পালনের ঘোষণা দেন তারা।

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, ছগীর আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া খোকন, আল আমিন, জুয়েল রানা, মো. রিপন মিয়া, মেহেদী হাসান সবুজ, রাজিব মিয়া, কাউসার, রাসেল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুর রহমান সুমন, রফিকুল ইসলাম মিন্টু, আতিকুর রহমান গার্নেল, আবু সাইদ বাদশা, মো. পারভেজ, মিঠু চন্দ্র দাস, রিফাত মালিক, টিটু চন্দ্র দাস, আহমেদ সুমন, ইশবাল মাহমুদ জোটন, মো. শাহিন, মো. শিমুল, মেরাজ আহমেদ দিপু, মেহেদী হাসান ইমন, রাফসান আহমেদ রুদ্র, মারুফ আহমেদ হিরু।

এছাড়া সোনারগা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সামসুজ্জামান সামসু, এড. মোখলেসুর রহমান আমির, আনোয়ার হোসেন, রবিন মিয়া, মাহমুদুল হাসান দুলাল, সিফাত, রামিম, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, কাউসার আহমেদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল হক খোকন, রফিকুল ইসলাম মেম্বার, বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা বুলবুল আহমেদ লিখন, পারভেজ আহমেদসহ সংগঠনের প্রতিটি উপজেলা, থানা ও ওয়ার্ড কমিটির শতশত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।