জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে এনায়েতনগরে ব্যাপক প্রস্তুতি

133
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে এনায়েতনগরে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুরের বিএনপি নেতা হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসান আলী, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান সুমন, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, বাবুল মিয়া, রতন, ফারুক হোসেন, স্বাধীন, আবদুল খালেক, জহির উদ্দিন, মুসলিম মিয়া, রাজু আহম্মদ, মো: স্বাধীন, মাহবুবুর রহমান, মো: সোহান, মাহবুবুর রহমান সুজন, সিরাজুল ইসলাম, মো: রতন প্রমুখ।

সভায় অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী এমন সময় পালিত হচ্ছে যখন বাংলাদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। তাদের কোনো ভোটের অধিকার নেই, নেই কথা বলার কোনো স্বাধীনতা। এমতাবস্থায় শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে আগামী ৩০মে আমরা মর্যাদা সহকারে এনায়েত নগর ইউনিয়ন সহ ফতুল্লার প্রত্যেকটি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করবো ইনশাআল্লাহ। দিবসটিতে আমরা শোককে শক্তিতে পরিনত করে এদেশের দু:খী মানুষের সকল অধিকার আদায় করে নেয়ার শপথ করতে হবে। তাই সকল প্রকার ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী দিনে ব্যাপক আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এ নেতা।