সাইবার ক্রাইম রোধে নারায়ণগঞ্জে পুলিশের মনিটরিং সেল

122
সাইবার ক্রাইম রোধে নারায়ণগঞ্জে পুলিশের মনিটরিং সেল নগর প্রতিনিধি, অন্যকাল২৪ডটকম: সাইবার ক্রাইম রোধ করতে মনিটরিং সেল খুলেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রোববার (২৯ মে) বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ : সাইবার ক্রাইম রোধ করতে মনিটরিং সেল খুলেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

রোববার (২৯ মে) বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষ্যে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম।

সাইবার মনিটরিং সেল এর অন্যান্য অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা সাইবার মনিটরিং সেল এর ফোকাল পয়েন্ট অফিসার মোঃ তরিকুল ইসলাম।

এসময় নারায়ণগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ব্রিফিং উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে জানানো হয়-নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাইবার মনিটরিং সেল এর হটলাইন নম্বরে (০১৩২০০৯০৩৩৩) ফোন করে বা অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/CCMCNganj এর ইনবক্সে ম্যাসেজ দিয়ে এ সংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে।