নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
আগামী ১২-১৫ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সাংবাদিক ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, আমরা সকলকে সচেতন করতে চাই যেন আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়। এটি একটি জাতীয় ক্যাম্পেইন। সকলের প্রতি আহ্বান এই সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হবার জন্য। একইসাথে সকলকে টিকা গ্রহনের আহবান জানান তিনি।
সভায় অবহিত করা হয় যে, আগামী ১২-১৫ জুন পর্যন্ত চারদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিটি কর্পোরেশন ব্যতীত জেলার পাঁচ উপজেলা এলাকায় ৬-১১ মাস বয়সী ৩৯ হাজার ৪৯১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৯ হাজার ৮৬০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানাে হবে।
সিটি কর্পোরেশেন ব্যতীত জেলায় মোট ১,০৫৬ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। প্রতি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলেও জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অনিক বিশ্বাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক, জেলা ইপিআই সুপার মো. লুৎফর রহমান, প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা. মোর্শেদুল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. শাকির হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, শওকত জামান প্রমুখ।