হোসিয়ারী ব্যবসায়ীদের দোয়া নিলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা

93

 

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ গ্রুপের প্রার্থী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ আলী রেজা রিপন । মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে শহরের নয়ামাটি এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট ও দোয়া প্রার্থণা করেন। পরে হোসিয়ারী ব্যবসায়ীরা তাদের মাথায় হাত রেখে দোয়া করে দেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন ও আল আমিন প্রধান সহ আরও অনেক হোসিয়ারী ব্যবসায়ীরা।