সোনারগাঁয়ের আদলে সাঁজছে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা

75

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক সোনারগাঁয়ের আদলে সাজানো হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা, এমনটিই জানিয়েছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের ১০টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজ কক্ষে সংক্ষিপ্ত আলাপচারিতায় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকাকে একথা বলেন তিনি।

এসময় আইভী বলেন, আপনার এলাকার আদলেই  আমি সিটি কর্পোরেশনকে সাজাকে চেষ্টা করছি। তাই তো সোনারগাঁয়ের পানাম নগরীর দেয়ালগুলোর আদলে নগর ভবন নির্মাণ করেছি। পানাম নগরীর আদলে রঙ্গিন করে সাজিয়েছি। কেননা প্রাচীন বাংলার রাজধানী হওয়ার পাশাপাশি দেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হলো এই সোনারগাঁ। সেই ইতিহাস-ঐতিত্যকে ধারণ করে সিটি কর্পোরেশনকে সাজানোর চেষ্টা করেছি।

এর আগে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ টি প্রকল্পের উদ্বোধনসহ সমগ্র দেশব্যাপী ১০০৪১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আইভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সিভিল সার্জন এ, এফ, এম মশিউর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

এছাড়া, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।