সিকিউরিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশন’র আহবায়ক কমিটি গঠন

45
সিকিউরিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশন’র আহবায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সিকিউরিটি সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৬ জুন) বিকেলে নগরীর চাষাড়ায় সিন্যামন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। গ্যারিলা সিকিউরিটি সার্ভিসেস’র কর্ণধার একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সিকিউরিটি সার্ভিস কোম্পানীর মালিকগণ অংশ নেন।

সভায় বিশদ আলোচনার পর জেলা পর্যায়ে সিকিউরিটি সার্ভিসের মালিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রার্থমিক পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

গ্যারিলা সিকিউরিটি সার্ভিস লিঃ’র কর্ণধার একেএম মাহফুজুর রহমানকে আহবায়ক ও ক্রাউন সিকিউরিটি সার্ভিস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহনা সিকিউরিটি সার্ভিস’র কর্ণধার মো. মোতালেব মোল্লা, মুসলিম সিকিউরিটি সার্ভিস’র কর্ণধার শেখ আনোয়ার পারভেজ ও মুন সিকিউরিটি সার্ভিস’র কর্ণধার মো. মোজাম্মেল হক।

আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ ও গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।