সরকার পদত্যাগ করলে নিত্যপণ্যের দাম কমবে – হুমায়ন

131
জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ন

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ন বলেছেন, বর্তমান সরকার মিথ্যাবাদী সরকার। ক্ষমতায় আসার আগে তারা বলেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু বর্তমান চালের দাম ৬০ থেকে ৭০ টাকা। শুধু চাল নয়, সকল পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমি বলতে চাই, হাসিনা সরকার পদত্যাগ করলেই সকল দ্রব্যমূল্য কমে আসবে।

গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে শনিবার বিকেলে চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ।

হুমায়ন আরও বলেন, আগামী দিনে কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত করতে হবে। একইসাথে দেশের গণতন্ত্র পুনরূদ্ধার করতে এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিলে আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবো।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমান খোকা, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, রোজেল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক আব্দুল হাই রাজু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদল সেক্রেটারী সজিব প্রমুখ।