শেখ হাসিনা দেশে নজিরবিহীন লুটপাট চালিয়েছে: প্রাইম বাবুল

110

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় কবিলেরমোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহম্মেদ বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি একটি নির্যাতিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নির্যাতন থেকে রেহাই পাননি।” তিনি আরও বলেন, “বিএনপি নেতাকর্মীরা বনে-জঙ্গলে থেকেছে, রিকশা চালিয়েছে। আমি বিএনপির একজন কর্মী। ১৯৮৭ সালের সদস্য ফরম আমার কাছে রয়েছে এবং আমি আজ তা নবায়ন করতে এসেছি।

আবু জাফর আহম্মেদ বাবুল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, “আজকে শেখ হাসিনা মানবতার মা পরিচয় দিয়ে দেশে যে লুটপাট চালিয়েছে তা নজিরবিহীন।” তিনি রোহিঙ্গা ইস্যুতে প্রাপ্ত সাহায্যের খরচের তদন্ত দাবি করেন। তিনি আরও বলেন, “তিনি (শেখ হাসিনা) যদি মানবতার মা-ই হতেন, তাহলে লাখ লাখ কর্মীকে বিপদে ফেলে পালিয়ে যেতেন না। অতএব, তিনি মানবতার মা নন, মানবতার দুশমন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, ফখরুল ইসলাম মজনু এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক। এছাড়া আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, অস্ট্রেলিয়া বিএনপি সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রেজানূর রহমান রূপন, মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মেজবাউদ্দিন স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক খোকন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা তাদের বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং জিয়াউর রহমানের ছবির প্রতি অবমাননার তীব্র নিন্দা জানান এবং এটিকে “নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ” বলে অভিহিত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যের শেষে প্রকৃত ও ত্যাগী কর্মীদের অগ্রাধিকার দিয়ে সদস্য ফরম বিতরণের আহ্বান জানান। ফরম বিতরণকালে বিএনপির ত্যাগী ও দুর্দিনের কান্ডারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।