শেখ রাসেলের জন্মদিনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

49

১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্ম বার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শেখ রাসেল নগর পার্ক প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। পরিবারের সকলের আদরের ছিলেন তিনি। যদি ঘাতকরা তাকে হত্যা না করতো তবে তিনি আজকে দেশবরেণ্য একজন নেতা হিসেবে আমাদের মাঝে বেচেঁ থাকতেন। বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। কিন্তু শেখ রাসেলকে তারা ছাড় দেয়নি। তাকেও হত্যা করা হয়। আজকে তার ৬০ তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করছি।

বক্তব্য শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরউদ্দিন আহেমদ, ৭নং ওয়ার্ড কাউন্সলর রিপন আহমেদ প্রমুখ।