স্টাফ রিপোর্টার :
আজ সকালে জমিয়তে উলামায়ে ইসলামীর নেতা মনির হোসাইন কাসেমীর নির্বাচন পরিচালনার অন্যতম সমন্বয়ক মাওলানা ফেরদৌসুর রহমান বলেছেন কাসেমী সাহেবের মনোনয়ন কনমফার্ম। গত রাতেই ঘোষনা হয়ে যেতো। শহীদ ওসমান হাদীর কারনে ঘোষনা পিছানো হয়েছে। আজ তার জানাজা শেষে বিএনপি কেন্দ্রীয় ভাবে জোটের প্রার্থী হিসাবে মনির হোসাইন কাসেমীর নাম ঘোষনা দেবে। আজ আমি এবং মনির হোসাইন কাসেমী সাহেব তিন দিনের জন্য পবীত্র ওমরা পালন করতে যাচ্ছি। আমরা ওমরা শেষ করে এসেই নির্বাচনী কাজে ঝাপিয়ে পড়বো। জনাব কাসেমী সাহেব বিএনপির নেতাকর্মীর বাসায় যাবেন এবং তাদের সাথে পরামর্শ করেই মাঠে নামবেন। আমরা সকলের দোয়া চাই।




