শীতলক্ষায় এবার লঞ্চডুবি, নিখোঁজ অর্ধশতাধিক

132

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

এম ভি রূপসী নামের একটি জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে এম ভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে শীতলক্ষ্যা নদীতে। রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদীর আল আমিন নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটনা। এতে লঞ্চটিতে থাকা ৩০/৪০ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া একজন যাত্রী জানান, মুন্সিগঞ্জ থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের দিকে আসছিলো লঞ্চটি। শীতলক্ষ্যা নদীর আলআমিন নগর এলাকায় আসলে লঞ্চটিকে একটি জাহাজ পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেয়ার সাথে সাথে কয়েকজন লাফিয়ে পানিতে পড়ে গেলেও অধিকাংশ যাত্রীদের নিয়েই ডুবে যায় লঞ্চটি।

তাছাড়া লাফিয়ে পড়াদের মধ্যেও অনেককে পাওয়া যায় নি বলে জানান তিনি। ৫/৭ জন নদী সাঁতরে বা অন্যান্য নৌ যানবাহনের সহযোগীতায় প্রাণে বেঁচে গেছেন বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, নৌ পুলিশের তৎপরতা মেঘনা নদী থেকে ঘাতক জাহাজ এম ভি রূপসীকে জব্দ করা হয়েছে।