রাজপথে লাঠি নিয়ে নামতে চাই না – মন্টি

40

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান সহ সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করছে সন্ত্রাসীরা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির নেতৃত্বে রবিবার (১১ আগষ্ট) বিকেলে শেখ রাসেল পার্ক সংলগ্ন এলাকায় সমাবেশের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকে তার প্রেতাত্মারা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের লোকদের হয়রানী করছে, চাঁদাবাজি করছে, তাদের বাড়ি ঘরে লুটপাট করছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহযোগিতায় এসকল দূবৃত্তদের প্রতিহত করবো। যারা ধর্মের নামে আমাদের ভাইদের উপর হামলা করবে আমরা তাদের হাড়-গোড় ভেঙ্গে দিবো। আমরা পূণরায় রাজপথে লাঠি নিয়ে নামতে চাই না। শত শত ভাই বোনের রক্তের বিনিময়ে ৫ আগষ্ট নতুন স্বাধীনতা পেয়েছি। তাই ঐ সকল সন্ত্রাসীদের বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোন বিভাজন নেই এবং আমরা কোন বিভাজন চাই না। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই, সবসময় মিলেমিশে থাকতে চাই। তাই ঐ সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রেতাত্মারা তোমরা সাবধান হয়ে যাও, কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তোমাদের হাত, পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবো। কোন দোকানপাটে চাঁদাবাজি করতে পারবেনা। আমরা শান্তি চাই। যদি ছাত্রলীগ, যুবলীগের ডাকাতরা ডাকাতি করার চেষ্টা করে তাহলে আপনারা লাঠি দিয়ে তাদের প্রতিহত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায়ের সুমন ঘোষ, খোকন সাহা, মহানগর যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, আনিস রহমান, জহির উদ্দিন, কামাল হোসেন, কবির খাঁ, মোঃ নাজমুল, মোঃ জহিরুল ইসলাম, মাহবুব আলম, মোঃ সুমন হোসেন, রুবেল, সোহেল, মোতালেব, মাইনুদ্দিন, মোঃ আসিফ, জসিম, মোঃ আপন, মোঃ নিজু প্রমুখ।