যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না:গঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

101

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নগরীতে এক বর্ণাঢ্য র‍্যালি করেছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে র্যা লিটি বের হয়ে নগর প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা।

র্যা লি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, মহানগর যুবদল গত ১৫ বছর আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিরোধ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন আমরা সবাই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমাদের আগ্রহ ও অনুপ্রেরণা হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের বিজয়ে কাজ করতে হবে।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা আগামীতে সামনের দিকে এগিয়ে যাবো। আপনাদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ভবিষ্যতে আমরা এক হয়ে কাজ করবো, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।

সভাপতি তার বক্তব্যে বলেন, যারা আজকে যুবদলের র্যা লিতে অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসন্ন নির্বাচনে তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন মহানগর যুবদলের নেতাকর্মীরা তার পক্ষ হয়েই কাজ করবে।

বক্তব্য শেষে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় আকৃতির ছবি, ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঘোড়ার গাড়ি ও সাউন্ড সিস্টেম এবং ঢাকঢোল বাজিয়ে নগরীতে নজরকাড়া বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা সহ প্রমুখ।