শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টায় ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপির পুরোনো কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এসময় তিনি বলেন, আজকে দেশবাসী ভালো নেই, নারায়ণগঞ্জবাসী ভালো নেই। কারন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট সহ নানা সমস্যায় জর্জরিত দেশের মানুষ। এ সংকট থেকে দেশের মানুষকে বের করে আনতে হবে। আজকে দেশের মানুষ কষ্ট করছে, নীপিড়িত হচ্ছে। আমরা বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি নির্যাতিত হওয়ার জন্য নয়।
এ সমস্যা থেকে দেশের মানুষকে বের করে আনতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। যত কষ্টই হোক না কেনো তারেক রহমানের নির্দেশে এ ফ্যাসিস্ট সরকারের পতন করবোই।
অনুষ্ঠানে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টির সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ, মনির মল্লিক,মহানগর যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানে রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।




