মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই- আলহাজ্ব ওবায়েদ উল্লাহ 

8

বিজয় দিবসে উপলক্ষে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল লেকপাড় সংলগ্ন মাঠে, এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ উল্লাহ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,আজকে ১৬ই ডিসেম্বর লক্ষ শহীদ রক্ত দিয়েছিলো এই বাংলার মাটিতে আজকে তাদের স্বরনে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তাঁদের আত্মার শান্তি হোক । আমাদের এলাকার যুবক সমাজরা, আজকের এই খেলার আয়োজন করেছে তাদের কে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আরো আগামীতে যেনো এরকম একটা খেলার আয়োজন করা হয়। কারন এলাকায় মাদক জুয়ার আড্ডা খানা হয়ে যাচ্ছে। তোমাদের দ্বারাই এই সমাজ সুন্দর থাকবে তোমরা যদি সুন্দর থাকো তাহলে এই সমাজ কে সুন্দর করতে পারবো, তিনি আরও বলেন, আজকে যারা এই অনুষ্ঠানের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সকল খেলোড়ারদের কে শুভেচ্ছা জানাই, আগামীতে তোমরা অংশগ্রহণ করবে এই আশা কামনা করি,আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের রিপন আমার ভাতিজা বড় ভাইয়ের ছেলে এবং মুসা সাহেব এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা অপস্থিত আছেন, আমরা আমাদের এই এলাকার যারা যুবক আছেন তাদের জন্য আমরা দোয়া করবো তারা যেনো এই সমাজ এর উন্নয়নের জন্য এবং মানুষের কল্যাণের জন্য তারা কাজ করতে পারে এই কামনা করি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল আলহাজ্ব মো. সাদেকুস সামাদ রিপন।

আরো উপস্থিত ছিলেন:বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল মোঃ তারেক আফজাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল মোঃমামুনুন রশিদ মামুনও বিশিষ্ট সমাজ সেবক ১নং বাবুরাইল মোঃসালে মুসা,ও সভাপতিত্ব করেন  রফিকুল ইসলাম লাভলু।