সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর নারায়ণগঞ্জ নগরীর ২নং রেলগেট সংলগ্ন পার্কে মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক এস এম মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন খান এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজ্জাক, আলহাজ্ব আকরাম হোসেন, এস এম মোমেন, মো. রুবেল, ১৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, বন্দর থানা তাঁতীদলের আহ্বায়ক মো. নুরুল্লাহ, সদস্য সচিব এস এম আল-আমিন এবং সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহ্বায়ক তাইজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।




