বিনামূল্যে ২জন কে চোখ অপারেশন হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের।

430

হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে  ২জন কে চক্ষু চোখের ছানি অপারেশন করা হয়।

শনিবার  (২১ মার্চ)  নারায়ণগঞ্জ মেশিন পাড়া নবাব সলিমুল্লুাহ রোড জামে মসজিদ কমপ্লেক্স ২য় তলা মেডিভিশন  আই হসপিটাল হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন হয়েছে।

ফাউন্ডেশনের সংগঠনের প্রতিষ্ঠাতা জিরানী ফকির,জানান দৃষ্টিশক্তি মহান আল্লাহর নেয়ামত প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতার কারণে এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করে থাকে। তাই সমাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের, এ কার্যক্রম শুরু করে,ক্রমান্বয়ে আরো রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, এ ধরনের মহৎ কাজ করতে সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে প্রান্তিক এলাকার মানুষের দৃষ্টি শক্তি ফেরাতে সহায়ক হবে।

এতে উপস্থিত ছিলেন -সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর প্রধান, পরিচালক মুফতি মোঃ কাউসার আহমেদ কাশিমী, সাধারণ সম্পাদ, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক, চৌধুরী মোহাম্মদ আরিফ,সার্বিক সহযোগিতায় মোঃ কামাল হোসেন মেডিভিশন আই হসপিটাল, সংগঠনের নেতৃবৃন্দ।