দীর্ঘ সময় পর নিটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ইম্পোর্টার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে ৩৫টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার (০৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরীর নিকট এ মনোনয়নপত্র জমা দেন তারা।
জানা গেছে, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরও তিনজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন বলে জানায় নির্বাচন পরিষদ।
বিকেএমইএ’র নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘ সময় পর বিকেএমইএ তে এভাবে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। বিকেএমইএ’র ৩৫ পদের বিপরীতে এ পর্যন্ত প্রায় ৪২টি মনোনয়ন পত্র জমা হয়েছে। মোট ২ টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি কেন্দ্র নারায়ণগঞ্জে এবং একটি ঢাকায়। ভোটাররা যে কোনো ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশই করতে পারবে না।
বিকেএমইএ এর নির্বাচন পরিষদের সদস্য শাহজাহান সিদ্দিকি বলেন, ভোটার ও প্রার্থীদের উৎসাহ দেখে মনে হচ্ছে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য প্রযুক্তি ব্যবহার করার চিন্তা করছি। ২টি কেন্দ্রের ফলাফল ২ জায়গায় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে।
মনোনয়নপত্র জমা দিয়ে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অত্যন্ত দক্ষ নির্বাচন বোর্ড আমরা পেয়েছি। এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা বিজেএমইএ সহ বিভিন্ন সংগঠনের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আমরা প্রত্যাশা করছি, নির্বাচন বোর্ড দীর্ঘদিন পর জমজমাট ও আনন্দঘন পরিবেশে সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ একটি নির্বাচন উপহার দিবেন। ৩৫টি পদের বিপরীতে আমরা ৩৯ জনের একটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছি।
এরা হলেন, এমবি নীট ফ্যাশন লিঃ এর মোহাম্মদ হাতেম, মাদার কালার লিঃ এর মনসুর আহমেদ, ফতুল্লা এ্যাপারেলস লিঃ এর ফজলে শামীম এহসান, লিবার্টি নীটওয়্যার লিঃ (মাইক্রো ফাইবারগ্রুপ) এর মোঃ সামসুজ্জামান, মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিঃ (পানামগ্রুপ) এর অমল পোদ্দার, আরএস কম্পোজিট এর মোঃ মোরশেদ সারোয়ার, প্যাসিফিক সোয়েটার লিঃ এর মোহাম্মদ রাশেদ, রহমান স্পোর্টসওয়্যার লিঃ এর আশিকুর রহমান, আহসান নিটিংলিঃ এর এ. এস. এম কামরুল আহসান, জাহিন নিটওয়্যার লিঃ এর মোঃ জামাল উদ্দিন মিয়া, ভূইয়া ফেব্রিক্স লিঃ এর মোস্তফা মনোয়ার ভূঁইয়া, আমানা নিটেক্স লিঃ এর খন্দকার সাইফুল ইসলাম, পি. এম নিটেক্স (প্রাঃ) লিঃ এর রতন কুমার সাহা, ওয়েবটেক্স এ্যাপারেলস লিঃ এর নন্দ দুলার সাহা, মেসার্স নীট সিন্ডিকেট এর মোঃ আব্দুল হান্নান, সাউদার্ন নীটওয়্যার লিঃ এর ইঞ্জি. ইমরান কাদের তুর্য, ফকির ফ্যাশন লিঃ এর ফকির কামরুজ্জামান নাহিদ, আল-আমিন এক্সপোর্ট লিঃ এর মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, ফতুল্লা ডায়িং এন্ড ক্যালেন্ডারিং মিল্স লিঃ এর মিনহাজুল হক, শ্রাবণী নীট ওয়ার লিঃ এর ইঞ্জি. বেলায়েত হোসেন রিপন, জেড এস ষ্টাইল বিডি লিঃ এর মোহাম্মদ নজরুল ইসলাম, চরকা টেক্সটাইল লিঃ(প্রান আর এফ এল গ্রুপ) এর আহসান খান চৌধুরী, ভি-টেক ফ্যাশন (প্রাঃ) লিঃ এর মোঃ শাহরিয়ার সাইদ, ফ্যাশন নীট গার্মেন্টস লিঃ (প্রাইডগ্রুপ) এর মোহাম্মদ আব্দুল মোমেন, ইয়ং ৪ এভার টেক্সটাইলস লিঃ এর রাজীব চৌধুরী, এ্যাবলুম ডিজাইন লিঃ এর মোঃ মহসিন রাব্বানি, আইএফএস ট্যাক্সওয়ার (প্রাঃ) লিঃ এর সালাহউদ্দিন আহমেদ, বাঁধন ফ্যাশন লিঃ এর মোঃ মনিরুজ্জামান, আহসান কম্পোজিট লিঃ এর এম. ইসফাক আহসান, ভিভজিওর নীট কম্পোজিটলিঃ এর এম. নাসিরুদ্দীন, এন.টি. এ্যাপারেলস ইউনিট-২ লিঃ এর মোঃ মামুনুর রশিদ, ইন্সপায়ার সোর্সিং এর রাকিব সোবহান মিয়া, ফোর এইচ ফ্যাশনস লিঃ (ফোর এইচ গ্রুপ) এর গাওহার সিরাজ জামিল, ভিজুয়্যাল নীটওয়্যার লিঃ এর আহমেদ নূর ফয়সাল, রিনোন এ্যাপারেলস লিঃ এর মোহাম্মদ শামসুল আজম, বেঞ্জর্মাক এ্যাপারেলস লিঃ এর ফওজুল ইমরান খান, ফারজানা ফ্যাশনস ওর্য়াল্ড লিঃ এর মোহাম্মদ সেলিম, মুনতাহা এ্যাপারেলস লিঃ এর আব্দুল বারেক, মোঃ সনেট ফ্যাশনস লিঃ এর মোঃ ইয়াসিন।
এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি সামসুজ্জামান, অমল পোদ্দার, গওহর সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আক্তার হোসেন অপূর্ব, মোহাম্মদ রাশেদ, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১০ মে নিটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হবে।




