বাস ভাড়া বৃদ্ধির কঠোর সমালোচনা করলেন সেন্টু। 

122

বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক সমিতির সাথে

আয়ােজিত সভায় বাস ভাড়া বুদ্ধি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাকির হোসেন সেন্টু।

এক বার্তায় ভাড়া বুদ্ধি নিয়ে গভীর উদ্বগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সেন্টু বলেন, জ্বালানি মূল্য স্থিতিশীল থাকার পরেও কেনো বাস ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা বৃদ্ধি করা হলো সেটা আমার বোধগম্য হচ্ছে না।  অযথা এইভাবে বাস ভাড়া বৃদ্ধি করে নিম্ন ও মধ্যবিত্ত

মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হবে। শুধু সাধারণ মানুষই নয় ছাত্র-ছাত্রীরা,  নিম্ম-আয়ের মানুষজনরাও দুর্দান্ত অর্থনৈতিক চাপের মুখে পরবে, যেহেতু তারা পড়াশানা ও কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে প্রতিনিয়ত তারা পরিমাণ মত ভাড়া নিয়ে বের হয়, সেই জায়গায় তাদের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারনে বেশি টাকা খরচ করতে হবে।

তাই অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হাক। ভাড়া নির্ধারণ প্রতক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হােক এবং গণপরিবহনে ভাড়া নির্ধারণে অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব ও পরিবহণ খাতের স্ট্যান্ডার্ড বিবেচনায় নেয়া হােক।