বক্তাবলীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দার আলী ইন্তেকাল করেছেন

397

স্টাফ রিপোর্টার :
বক্তাবলীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সমাজসেবক হায়দার আলী আর নেই। মঙ্গলবার রাত একটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল সকালে মুক্তারকান্দি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মুক্তারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ছেলেমেয়ে, ভাইবোন, নাতিনাতনি সহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান। জানা গেছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবধান রেখেছিলেন। মুক্তারকান্দি গ্রামে তাদের বাড়িতে ছিলো মুক্তিযোদ্ধাদের ঘটি। তার ছোট ভাই হাফিজউদ্দিনও অপর একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সমাজসেবক। গতকাল সরকারী ভাবে যথাযোগ্য মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এলাকার বহু মানুষ তার নামাজে জানাযায় অংশগ্রহন করেন।