নারায়ণগঞ্জের ফতুল্লায় এন আর গ্রুপের এক সুপারভাইজারকে অপহরণের চার ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে এলাকাবাসী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাম্মৎ জান্নাতুল ও তার স্বামী মোহাম্মদ মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে। ভুক্তভোগী সুপারভাইজারের নাম মোহাম্মদ মোসাদ্দেক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে এন আর গ্রুপের গেটের সামনে থেকে মোসাদ্দেককে ১০ থেকে ১২ জনের একটি দল অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী উদ্ধারে তৎপরতা শুরু করেন।
পরবর্তীতে বিকেল ৪টার দিকে জান্নাতুলের বাসায় অভিযান চালিয়ে অপহৃত সুপারভাইজার মোসাদ্দেককে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে জান্নাতুল ও তার স্বামী মামুনকে হাতেনাতে আটক করে জনতা। পরে তাদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।




