প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

146

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ দিনে নারায়ণগঞ্জে জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে ইসদাইর এলাকায় এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
খানপুর বাস স্ট্যান্ড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালার নেতৃত্বে নির্বাচনী জনসভায় একটি বিশাল মিছিল যোগদান করে।
সকাল থেকেই জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করে এবং স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, খানপুর বাস স্ট্যান্ড এর ইজারাদার শাহআলম মুন্সি, খানপুর বাস স্ট্যান্ড এর সিনিয়র সহ-সভাপতি দিপু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক শাহীন আহমেদ, মোঃ ঝুনু, উজ্জল হোসেন, নুর মোহাম্মদ, চঞ্চল সহ অন্যান্য নেতৃবৃন্দ।