প্যানেল মেয়র নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

137
প্যানেল মেয়র নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

এবার কারা হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ? এরই মাঝে আলোচনায় এসেছে তিন জনের নাম। এরা হলেন, সাবেক প্যানেল মেয়র এবং ১৬, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি এবং ১০, ১১, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনুয়ারা বেগম।

কিন্তু এবার এসব পদে পরিবর্তন আসতে পারে বলে ধারনা পাওয়া গেছে। কারন প্যানেল মেয়র পদে এবার এদের পাশাপাশি নতুন প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।

গত মেয়াদে প্যানেল মেয়র নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এবার নতুন প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন, অপর সাবেক প্যানেল মেয়র ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। তাই এবারের এই নির্বাচনে কারা প্যানেল মেয়র নির্বাচন করেন নির্বাচিত হন সেটাই এখন দেখার বিষয়।

তবে এবার রহুল আমিন মোল্লার পরিস্থিতি বেশ ভালো বলে জানা গেছে। তবে এবার প্যানেল মেয়র পদে তীব্র প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা গেছে। এরই মাঝে প্যানেল মেয়র নির্বাচন নিয়ে জোর তৎপরতা শুরু হয়ে গেছে। অনেকেই এই ক্ষেত্রে মেয়র আইভীর সমর্থন পেতে জোর প্রচেষ্ঠা শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।