ফার্স্ট নিউজ রিপোর্ট :
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে না পাওয়ার কারনে এবার স্বতন্ত্র প্রার্থি হিসাবে নির্বাচন করার সর্বাত্বক প্রস্তুতি নিচ্ছেন ফতুল্লার স্থানীয় বাসিন্দা শিল্পপতি মোহাম্মদ আলী এবং অপর শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম। গতকাল এই দুই প্রার্থীর সাথে পৃথক ভাবে আলাপকালে তারা নির্বাচন করার ব্যাপারে তাদের অনঢ় অবস্থানের কথা জানিয়েছেন। এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন আমি একবার বিএনপির মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হয়েছিলাম। তাই আমি এখনো আশাবাদী বিএনপি আমাকেই মনোনয়ন দেবে। আমি বিএনপির মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। এ সময় তাকে প্রশ্ন করা হয় বিএনপি যদি আপনাকে মনোনয়ন না দিয়ে মনির হোসাইন কাসেমীকে সমর্থন দেয় তখন কি করবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করতে নেমেছি তাই নির্বাচন করবো এটাই চূড়ান্ত কথা। তখন জনগন যে স্বিদ্ধান্তে দেবে আমি সেই স্বিদ্ধান্তই পালন করবো ইনশাআল্লাহ।
অপরদিকে এ বিষয়ে আলহাজ্ব মোহাম্মদ শাআলমকে প্রশ্ন করলে তিনি একই রকম কথা বলেন। তিনি বলেন আপনারা মাঠ পর্যায়ে খোঁজ নিন। আপনারা জানতে পারবেন জনগন আমাকেই তাদের প্রার্থী হিসাবে চায়। আমি একবার ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছি। তখন আমি বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু জোর করে আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। আপনারা আরো জানেন বিগত পনেরো বছর দেশের মানুষের কোনো ভোটাধিকার ছিলোনা। কিন্তু জুলাই আন্দোলনের পর এবার ভোটের অধিকার ফিরে পেয়েছে মানুষ। তাই আমি আমার দলের কাছে ধানের শীষ প্রতিক চেয়েছি। আশা করি দল আমাকে প্রার্থী করবে। আমাকে প্রার্থী করা হলে বিএনপি এখানে বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। এ সময় তাকে প্রশ্ন করা হয় দল যদি আপনাকে মনোনয়ন না দেয় তাহলে কি করবেন? এই প্রশ্নের জবাবে তিনিও বলেন, মাঠে যখন নেমেছি নির্বাচন করবো ইনশাআল্লাহ। ভোটের মাধ্যমে জনগন যে স্বিদ্ধানত দেবে সেই স্বিদ্ধান্তই মেনে নেবো ইনশাআল্লাহ। যেকোনো মূল্যে নির্বাচন করবো এটাই আমার চূড়ান্ত স্বিদ্ধান্ত। আমি সকলের দোয়াম সমর্থন এবং ভোট চাই। ##




