বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে বিশাল পথসভা ও গণসংযোগ করেন।
বিকেলে শহরের মিশনপাড়া মোড়ে কয়েক হাজার নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহবান জানিয়ে পথসভায় বক্তব্য প্রদান করেন তারা।
বক্তব্যে আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমরা ৪ জন একত্রে আজকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে যাচ্ছি, এখন থেকে আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি এলাকায়, ওয়ার্ডে যাবো, প্রত্যেকের ঘরে ঘরে যাবো এবং ধানের শীষে ভোট চাইবো, আপনারা সকলে আমাদের সাথে থাকবেন।আমরা বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যের কোন বিকল্প নাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে।
সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম বলেন, আপনারা জেনে সবাই আনন্দিত হবেন যে এখন থেকে আমরা ৪ জন একসাথে হয়ে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সকলে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ দিবেন। আমরা যাহাতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা ঘোষণা করেন। তা বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই আমরা বিতরণ করে আসছি।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা বলতে চাই নারায়ণগঞ্জের বিএনপি আজ ঐক্যবদ্ধ। সকল ভোটাররা ঐক্যবদ্ধ। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। ধানের শীষকে ভোট দিবো। ৩১ দফা হল বিএনপির অঙ্গীকার। ছাত্র জনতা, কৃষক শ্রমিক, নারী পুরুষ সকলের অধিকারের বিষয়ে এ সনদে উল্লেখ করা আছে।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষকে বিজয় করে আমরা ঘরে ফিরতে চাই।
পথসভা শেষে মিশন পাড়া থেকে শুরু করে রাম বাবুর পুকুরপাড়, খানপুর ব্যাংক কলোনি, খানপুর ব্রাঞ্চ রোড, মোকরবা রোড, কিল্লার পুল, বরফ কল মাঠ পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, মনির হোসেন খান, ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু , ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হিরা সরদার, এহসান বাপ্পা সহ প্রমূখ।




