নারায়ণগঞ্জসহ ৮ শিল্পকলা একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

168
নারায়ণগঞ্জসহ ৮ শিল্পকলা একাডেমি  উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নবনির্মিত নারায়ণগঞ্জ জেলাসহ আটটি শিল্পকলা একাডেমী ভবনের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকৃত জেলাগুলো হলো নারায়নগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, জামালপুর, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর।

বক্তব্যের পূর্বে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনগুলোর ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর।

সবশেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। বক্তব্য শেষে নবনির্মিত আটটি শিল্পকলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল প্রমুখ।