নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জনসাধারণের ব্যবহারের জন্য এগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে।
নগর ভবনের মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মশিউর রহমান। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচশত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প দশটি হল-
* সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৯৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০তলা নগর ভবন।
* ১৮ একর জায়গায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল নগর পার্ক।
* ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পুন:নির্মিত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব।
* ২০০ কোটি টাকা ব্যয়ে মৃত প্রায় বাবুরাইল খাল খনন ও সৌন্দর্যবর্ধন। যা শীতলক্ষ্যা নদী ও ধলেশ্বরী নদীর শাখা খালকে সংযুক্ত করে।
* জাপানের উন্নয়ন সংস্থা জাইকা’র অর্থায়নে ১০০ কোটি টাকা ব্যয়ে আদমজী ইপিজেড থেকে ডেমরা পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সিদ্ধিরগঞ্জ খাল খনন ও সৌন্দর্যবর্ধন। পাশে নির্মাণ করা হয়েছে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সড়কও।
* নগরীর ২৩নং ওয়ার্ডে ২৪ শতাংশ জায়গায় ৮ কোটি ৬৯ লাখ ব্যয়ে নির্মিত পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ। এই মসজিদে পুরুষ ও নারীদের পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
* ২৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে পুন:নির্মিত আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন।
* নগরীর ১৬নং ওয়ার্ডে ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫তলা ভবন বিশিষ্ট কলরব কিন্ডার গার্টেন স্কুল।
* নগরীর ১৯নং ওয়ার্ডে ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক।
* ২ কোটি ২০ লাখ টাকায় নগরীর ২০ নম্বর ওয়ার্ডে ৪ একর জায়গায় নির্মিত সোনাকান্দা খেলার মাঠ।