ভোটারদের মতে ক্লাবের উন্নয়নে সভাপতি সোলায়মানের বিকল্প নেই

332

স্টাফ রিপোর্টার :
আসন্ন নারায়ণগঞ্জ ক্লাব লি: এর নির্বাচন নিয়ে বেশ জোর কদমে মাঠে নেমেছেন এই ক্লাবের বর্তমান সভাপতি এম সোলায়মান এবং অপর সভাপতি প্রার্থী বদিউজ্জামান বদু। জানা গেছে দুই জনেই ভোটারদের মন জয় করতে চাইছেন। তবে বর্তমান সভাপতি গত ষোল মাসে কি করেছেন সেটাতো ভোটাররা দেখতেই পাচ্ছেন। তাই তার অবস্থান এবারও বেশ মজবুত। আর এ কারনেই গত নির্বাচনে তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তিনি তাকে ছাড় দিচ্ছেন বলে জানা গেছে। তার সন্মানার্থেই এবার তিনি নির্বাচন করা থেকে দূরে রয়েছেন। তাই এবার বদু মাঠে না নামলে সোলায়মান নির্বাচিত হতেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়। তাই এম সোলায়মান শক্তিশালী প্রার্থী হওয়ায় বদু ছুটছেন ভোটারদের কাছে।
তাই এই দুই প্রার্থী মাঠে নামায় এবারও জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব লি: এর নির্বাচন। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও এই ক্লাবের বর্তমান সভাপতি এম সোলায়মানের সাথে হোসিয়ারী সমিতির বর্তমান সভাপতি বদিউজ্জামান বদুর প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। ফলে নারায়ণগঞ্জের এলিট শ্রেনীর ঐতিহ্যবাহী এই ক্লাবের এবারের এই নির্বাচনটি আরো জমে উঠেছে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মাঝে এম সোলায়মান গত ষোল মাস ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ক্লাবটির সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে ওসমান পরিবারের কারনে গত বছরের ৫ আগষ্টের আন্দোলনের এই ক্লাবটি ধ্বংস হয়ে গিয়েছিলো। জনতার রোষানলে পরেছিলো নারায়ণগঞ্জে ব্যবসা-বানিজ্যের চালিকা শক্তি এই ক্লাবটি। কারন তখন ক্লাবের সভাপতি ছিলো পলাতক এমপি শামীম ওসমানের শ্যালক তানভির আহম্মেদ টিটু। মূলত এই কারনেই ক্লাবটি ধ্বংস করে দেয় উত্তেজিত জনতা। ফলে নারায়ণগঞ্জের ব্যবসা বানিজ্য ক্ষতির মুখে পরে। কেনোনা একদিকে যেমন দেশী ব্যবসায়ীরা এই ক্লাবে বসে ব্যাবসায়ীক ডিল করেন অপরদিকে বিদেশী বায়াররা এসে এই ক্লাবে অবস্থান করেন। ফলে গুরুত্বপূর্ণ এই ক্লাবটি ধ্বংস করে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলো নারায়ণগঞ্জের ব্যবসাবানিজ্য। তাই ক্লাবটি দ্রুত মেরামত করার জন্য এম সোলায়মানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। তিনি দ্রুততম সময়ের মধ্যে ক্লাবটিকে আবারও ব্যাবহার উপযোগী করে গড়ে তোলেন। সাধারন মেম্বাররা জানান ক্লাবটির অভ্যন্তরে এমন ভাবে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছিলো যে এটি এতো সহজে মেরামত হবে কেউ ভাবতে পারেননি। কিন্তু দক্ষতার সহিত সোলায়মান এটা মেরামত করতে সক্ষম হন। যার ফলে বিগত নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন ক্লাব মেম্বাররা। যার ফলে তার কাজের মূল্যায়ন করতে গিয়ে এবারও তাকে সভাপতি পদে নির্বাচন করার জন্য মেম্বাররা অনুরোধ করেন। তারা চান আরো অন্তত একটি বছর তিনি যেনো ক্লাবটির বাকী কাজও সম্পন্ন করে রেখে যান। এরই মাঝে নতুন ভবনের বেশির ভাগ কাজও তিনি সম্পন্ন করেছেন এবং আগামী বৃহস্পতিবার নতুন কমিউনিটি সেন্টারটির শুভ উদ্বোধন করা হবে। তাই হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও এবারও সোলায়মানেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন এই ক্লাবের ভোটাররা। উন্নয়নের স্বার্থে আরো একবারের জন্য বেশির ভাগ ভোটার তাকেই ভোট দেবেন পরিস্কার ধারনা পাওয়া গেছে। বিপরিতে বদিউজ্জামান বদুকে নিয়ে ভোটারদের মূল্যায়ন হলো তিনি হোসিয়ারী সমিতির নির্বাচনে ভালো ফলাফল করেছেন। সেখানে তার সাথে যে প্রার্থী ছিলেন তিনি ছিলেন দূর্বল প্রার্থী। কিন্তু নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে তিনি একজন শক্ত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন।